দেশের আলোচিত ব্যান্ড ‘অর্থহীন’ তাদের ২৬ বছরের সংগীত সফরে প্রথমবারের মতো একক কনসার্ট করতে যাচ্ছে। একটি, দুটি নয়- একক কনসার্টের সিরিজ করতে যাচ্ছে রক ঘরানার এ ব্যান্ডটি। ‘অর্থহীন ২০৭৭ : আ সাইবারপাঙ্ক ওডিসি’ শিরোনামে এ কনসার্টের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি মিলনায়তনে। এ আয়োজন করছে গেট সেট রক ও অ্যাসেন বাজ। আয়োজকরা জানান, জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে কনসার্টটি সাজানো হচ্ছে। ২৮ তারিখ বিকাল ৪টায় দর্শকের জন্য মিলনায়তনের গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। চলবে রাত ১০টা পর্যন্ত। ভক্তদের কাছে ‘বেজবাবা’ নামে পরিচিত ব্যান্ড তারকা সুমনের ব্যান্ডটির লাইনআপে রয়েছেন মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী মঈন (গিটার)।