উজানে অভিন্ন নদীর পানি প্রত্যাহারের প্রতিক্রিয়ায় দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে উত্তরাঞ্চলের চাষাবাদ। চৈত্রের তাপপ্রবাহ শুরু হতে না হতেই বেশির ভাগ পাম্প ও নলকূপে পানি উঠছে না। পানযোগ্য পানির অভাব দেখা দিয়েছে উত্তরাঞ্চলের সর্বত্র। গৃহস্থালিকাজে মিলছে না পর্যাপ্ত পানি। পানিসংকট ভয়াবহ আকার ধারণ করেছে ইরি-বোরো মৌসুমে। উত্তরাঞ্চলে নদনদীর অভাব নেই। কিন্তু উজান থেকে পানি প্রত্যাহারের পাশাপাশি নদনদী খনন না করায় বর্ষা মৌসুম ছাড়া অন্য সময়ে পানির অভাব প্রকট হয়ে উঠছে। মাঠঘাট চৌচির হয়ে পড়ছে পানির অভাবে। ভারতে ফারাক্কা বাঁধের প্রভাবে প্রমত্তা পদ্মা হারিয়েছে সেই চিরচেনা রূপ। পানিপ্রবাহ কমে যাওয়ায় নদীর আয়তন সংকীর্ণ হয়ে পড়ছে। পদ্মার বুকজুড়ে এখন ধু-ধু বালুচর। পদ্মা অববাহিকায় কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। বেড়েছে এ অঞ্চলের তাপমাত্রা। ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৭ সালের ১৬ মে মওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা অভিমুখে হয় ঐতিহাসিক লংমার্চ। ফারাক্কার কারসাজিতে যখন পানি দরকার হয়, তখন পানিপ্রবাহ বন্ধ করা হয়। আর যখন পানির দরকার নেই তখন বন্যার কবলে ঠেলে দেওয়া হয় বাংলাদেশকে। সে কারণে রাজশাহী এবং পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বরেন্দ্র এলাকায় শীত শেষ না হতেই পানিশূন্যতায় চৌচির হয়ে পড়েছে খালবিল, পুকুর। পান করার পানির তীব্র সংকট দেখা দেয় বিস্তীর্ণ এলাকায়। দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষসহ পশ্চিমের অন্যান্য সেচ প্রকল্পও হুমকির মুখে। পৃথিবীর কোথাও নজির নেই, পানির জন্য মানুষ আত্মহত্যা করে। অথচ উত্তরাঞ্চলে পানির জন্য কৃষকের আত্মহত্যার নজির রয়েছে। দেশের উত্তরাঞ্চল শুষ্ক মৌসুমে যে পানিসংকটের উদ্ভব হচ্ছে তা চলতে থাকলে মরুকরণের থাবা বিস্তার হতে পারে। এ সমস্যার সমাধানে বহুমুখী পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। প্রথমত উজানে পানি প্রত্যাহার যাতে না হয় তা নিশ্চিত করা দরকার। নদনদীর পানি সংরক্ষণে নদী খনন কর্মসূচি হাতে নেওয়াও জরুরি। এ কাজে নদীর ওপর নির্ভরশীল লোকজনকেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সম্পৃক্ত করতে হবে।
শিরোনাম
- কোটালীপাড়ায় মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা
- ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনা ঘোষণার পরপরই স্বর্ণের দাম বৃদ্ধি
- পঞ্চগড়ে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল
- ‘স্বাধীনতা ২.০’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফারুকী
- ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭
- চাঁদপুরে উন্মুক্ত বিনোদন কেন্দ্র মোলহেডে দর্শনার্থীদের ভিড়
- বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেফতার ৩
- ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
- কুষ্টিয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেক বিতরণ
- নোয়াখালীতে জমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
- নিষ্প্রভ মেসি, হারল মায়ামি
- তাপপ্রবাহে পুড়ছে ১০ জেলা
- ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা
- টি-টোয়েন্টি বোলারদের নতুন রাজা কিউই পেসার
- ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা
- গাজায় জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা
- আতলেতিকোকে বিদায় করে ফাইনালে বার্সা
- যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প