‘যুদ্ধ নয়, সম্প্রীতির দাবিতে শেরপুরে মানববন্ধন করেছে ‘নৈতিক সম্প্রীতি এবং যুদ্ধ মুক্ত বিশ্ব আন্দোলন’ নামে একটি সামাজিক সংগঠন। গতকাল শনিবার (২২ মার্চ) ইফতারের আগে শহরের থানা মোড়ে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কোপেন্দ্র নকরেক, পরিচালক কাজী আলমগীর হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র দে, সংগঠনের কর্মী হাফিজ আল আসাদসহ অনেকেই। মানববন্ধনে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ঈমাম, পুরহিত অংশগ্রহণ করায় ভিন্ন আমেজ সৃষ্টি হয়।
বক্তারা বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে যে যুদ্ধ চলছে তা দেখেও বিশ্বের মোড়লরা চুপ থাকছে, যা কষ্টের ও বেদনাদায়ক। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার আগে আমরা মানুষ, এটাই আমাদের পরিচয়। সকল ধর্মের মানুষদের সাথে নিয়ে নৈতিক সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠার জন্য এবং বিশ্বে যুদ্ধ বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/জামশেদ