ঈদকে সামনে রেখে সারাদেশে পরিবহন সেক্টরে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের আলোকে ফেনীতে পরিবহন কাউন্টারসমূহে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। বুধবার দুপুরে ফেনীর ছাগলনাইয়া মুহুরীগঞ্জ স্টার লাইন কাউন্টারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস অভিযান পরিচালনা করেন।
চট্রগ্রামগামী এক যাত্রীর অভিযোগের আলোকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাসের ভ্রাম্যমাণ আদালত নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ টাকা বেশি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত মহুরীগঞ্জ স্টার লাইন কাউন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সরেজমিনে দেখা যায়, স্টার লাইন এসি বাসে নির্দিষ্ট ভাড়ার থেকে টিকিট প্রতি ২০ টাকা বেশি নেওয়া হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিষিয়ে টিকিট কাউন্টারের ম্যানেজার রেজাউলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঈদ উপলক্ষে ফেনী থেকে বাস ফুল ফিল যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দ্যেশে গেলেও চট্টগ্রাম থেকে ফিরতি গাড়িতে যাত্রী থাকে না। তাই ভাড়া বাড়িয়ে নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ সুমিত জানায়, স্টার লাইন বাস সার্ভিস সরকার অনুমোদিত যাত্রীদের কাছ থেকে ভাড়া বাড়িয়ে নেওয়ার কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তাই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত