ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) বেলা ১১টায় শহরের সাতমাথা মুক্তমঞ্চে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই বগুড়া এ বিক্ষোভ সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন ওয়ারিয়র্স অব জুলাই বগুড়ার আহ্বায়ক মুশফিকুর রহমান সোহাগ, সদস্য সচিব ফেরদৌস শেখ, আহত আলিফ, আলীম, ফয়সাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাইমুল ইসলাম, নাজমুল হাসান, মামুন প্রমুখ।
সমাবেশে তারা বলেন, ‘আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমারা রাজপথ ছাড়ব না। জুলাই আন্দোলন কেবল নির্বাচনের জন্য হয়নি। মানুষের বাকস্বাধীনতা এবং সমতা, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য হয়েছে। যা বাংলাদেশ স্বাধীনতার এত বছরেও পাইনি।’
তারা আরও বলেন, ‘জুলাই-আগস্টে আমাদের অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। অনেক ভাই তাদের জীবন দিয়ে শহীদ হয়েছেন। তাই আওয়ামী লীগের পুনর্বাসন এদেশে করতে দেওয়া হবে না। বিক্ষোভ সমাবেশে তারা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জানান।’
বিডি প্রতিদিন/জামশেদ