শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের দাবিতে তালা দিয়েছে সাধারণ ব্যবসায়ীরা। আজ বুধবার (১৯ মার্চ) শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মূল ফটকে এই তালা লাগানো হয়। তবে প্রত্যক্ষাদর্শী অনেকেই বলেছেন আন্দোলন কারীদের মধ্যে অনেকেই বিএনপি সমর্থিত ব্যবসায়ী। তালা দেওয়ার আগে মিছিল থেকে চেম্বারের নানা অনিয়ম নিয়ে স্লোগান দেওয়া হয়।
ব্যবসায়ীদের সাথে বিএনপির নেতাকর্মীরা মিছিলে ছিলেন ও বিএনপির পক্ষে স্লোগান দেয় বলে জানা যায়।
সাধারণ ব্যবসায়ীদের পক্ষে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ সভাপতি ও সাবেক যুবদল নেতা বাবুল মিয়া বক্তব্যে বলেন, নির্বাচন ছাড়াই চার পাঁচ বছর থেকে ফ্যাসিস্টরা শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালনা করে আসছে। বর্তমানে যারা দায়িত্ব পালন করছে তারা আবার নতুন করে গোপন বৈঠক করে একটি কমিটি ঘোষণা করেছে। সেই কমিটিতে অধিকাংশই আওয়ামী লীগের লোক। মূলত ফ্যাসিষ্টদের সহযোগিতা করতেই এই কমিটি করা হয়েছে। আমরা সাধারণ ব্যবসায়ীরা নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমে যেই আসুক আমরা তাকে মেনে নিবো।
শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসাইন বলেন, আমরা ২২ আগষ্ট, ২০২৫ নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। শুধুমাত্র নির্বাচন করা পর্যন্ত আপদকালীন ওই কমিটি করা হয়েছিল।
বিডি প্রতিদিন/জামশেদ