পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টার দিকে পৌরশহরের এ বিক্ষোভ মিছিল করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পরে সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্টিতে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নুু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি প্রমুখ।
এতে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন।
বিডি প্রতিদিন/জামশেদ