লক্ষ্মীপুরে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা’ শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসন এবং মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাড. পার্থ পাল চৌধুরী।
সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিত্য প্রকাশ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, সহকারী প্রকল্প পরিচালক দীপ্তি রায় চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলার সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা।
এ সময় শিক্ষক, অভিভাবক ও মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলায় ৪৪টি মন্দিরে শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু আছে। যেখানে পাঠ্য বইয়ের পাশাপাশি শিশুদেরকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/কেএ