মাগুরায় শিশু ধর্ষণসহ দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থার প্রতিবাদে এবং ধর্ষকদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা মহিলা দল।
সোমবার (১০মার্চ) সকাল ১১টায় খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা মহিলা দল একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গণে সামনে এক প্রতিবাদ সমাবেশ করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতিত্বে করেন সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শাহেনা আক্তার ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা মহিলাদলসহ বিভিন্ন উপজেলা, পৌর শাখার মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
একই দাবিতে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে খাগড়াছড়ি গেইট এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিদুল আলমসহ জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/মুসা