‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সভাপতিত্ব করেন। খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, এনএসআই যুগ্ম-পরিচালক নাছির মাহমুদ গাজী, জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জাকের হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা, পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ-বন্যা রোধে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে খনন, পাহাড় ধস, বজ্রপাত ও অগ্নিকাণ্ড নির্বাপন কিভাবে সম্ভব এবং শুকনো খাবার মজুদসহ বিভিন্ন পরামর্শ ও মতামত ব্যক্ত করেন।
সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় আগুন নেভানোর কৌশল, হতাহতদের উদ্ধার ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে মহড়া দেওয়া হয়েছে।
এ সময় খাগড়াছড়ি জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জাকের হোসেন বলেন, খাগড়াছড়িতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে দেখা যায়। সেসব ঘটনা ঘটলে যেমন- গাড়িতে বোমা ও ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের পরিস্থিতিতে কিভাবে এসব মোকাবেলা করতে হবে এ সম্পর্কে মহড়ার মাধ্যমে বাস্তব ধারণা দেওয়া হয়েছে।
মহড়ায় খাগড়াছড়ি যুব রেড ক্রিসেন্ট সদস্য, পরিবহন মালিক শ্রমিকসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ