অনেক স্বপ্ন নিয়ে আলু চাষ করলেন তিনি। রোপন থেকে শুরু করে ৯০ দিন অপেক্ষার পর শুরু হয় ফসল উত্তোলন। আলু উত্তোলন শেষে বিক্রয় মূল্য নির্ধারিত হয় আড়াই লাখ টাকা। রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় সেসব আলু। দিনাজপুরের বোচাগঞ্জের ছাতইল ইউনিয়নের দেউর গ্রামের বর্গাচাষী বুধেন চন্দ্র রায়ের স্বপ্ন এভাবেই দুঃস্বপ্নে রুপ নেয়।
গতকাল মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে বর্গাচাষী বুধেন চন্দ্র রায়ের উৎপাদিত ১৯ বস্তা আলু দেউর স্কুল মাঠের পাশে স্তুপ করে রাখেন। বিক্রিত এই আলু পাইকারি বিক্রি হলেও পরিবহন সংকটের কারণে তা পাইকারের কাছে পোঁছানো যায়নি। এরই মধ্যে রাতের আঁধারে কে বা কারা উক্ত আলুর স্তুপে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
জানা যায়, চলতি আলু মৌসুমে দেড় একর জমি বর্গা নিয়ে ডায়মন্ড জাতের আলু লাগিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনতে থাকেন। প্রায় ১ লাখ টাকা খরচ করে আলু ঘরে তুলে আড়াই লাখ টাকা বিক্রির চুক্তি করেন। কিন্তুু আলু বিক্রির আগেই দুর্বৃত্তরা সেই আলুতে আগুন লাগিয়ে দেওয়ায় কৃষক তার মূলধন হারিয়ে বিলাপ করছেন। একজন অসহায় কৃষকের সাথে এমন অমানবিক আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
ছাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘একজন অসহায় কৃষকের সাথে এরকম ন্যাক্কারজনক ঘটনার তিব্র নিন্দা জানাই।’
বিডি প্রতিদিন/জামশেদ