ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন চরে মদনপুর ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির উপর হামলার অভিযোগ উঠেছে। এসময় ওয়ার্ড যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির ১১ নেতাকর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে মদনপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহতদের মধ্যে যুবদলের সভাপতি মো. শাহাবুদ্দিন, ৪ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মো. নাছির ৩নং ওয়ার্ড সাধারণ বিল্লাল জমাদ্দার, যুবদলের সদস্য মো. জামাল, আবু সাইদ, ইয়াকুব, মো. শাহিন, মো : আরিফ, মোঃ শরিফ, ঝিলন, মোঃ হেজু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ক্যাডার বাহার, শিপন, শফিক, জাহাঙ্গীরসহ একটি সন্ত্রাসী গ্রুপ হামলা করেছে।
স্থানীয় অপর একটি সূত্র জানায়, মঙ্গলবার বিকালে বাচ্চাদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। পরে রাতে রাজনৈতিক দিকে মোড় নেয় এবং সংঘবদ্ধ হয়ে বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করে।
ভোলা সদর থানার ওসি হাসনাইন পারভেজ বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল