বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুরে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে জেলা সমাবেশ আয়োজন করেছে।
অনুষ্ঠানে দিনাজপুর জেলার আনসার ও ভিডিপি সদস্যদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য উপহার হিসেবে ৯ জনকে বাইসাইকেল, ৫ জনকে বিশেষ পুরস্কার, ৪ জনকে সেলাই মেশিন, ৭০ জনকে ছাতা এবং ৭ জনকে টর্চ লাইট প্রদান করা হয়।
আজ সোমবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর জেলার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা সমাবেশ-২০২৫ এর বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ জেলা শিল্পকলা একাডেমীর মঞ্চে আলোচনা সভায় যোগদান করেন।
জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক মো. আব্দুস সামাদ।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, ৩৯ আনসার ব্যাটালিয়ন ঠাকুরগাঁও এর পরিচালক মো. আব্দুল্লাহ আল হাদী, সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস, নীলফামারী জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠান শুরুতে জেলা আনসার ও ভিডিপির সার্বিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান।
জেলার আনসার ও ভিডিপির সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্না কবির, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমানসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ