লক্ষ্মীপুরে রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ উপলক্ষে বিদ্যালয় মাঠে শিক্ষা সচেতনতা সভার আয়োজন করা হয়। একই সময় বিদ্যালয়ের ১১ জন শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কৃত করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালেহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আব্দুল্লাহ জাহিদের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া ও জেলা কৃষকদলের সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ