লক্ষ্মীপুরে ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছেন স্বর্বস্তরের মানুষ। অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১২টা ১ মিনিটে শহীদবেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান তারা।
ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।
শুরুতেই শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, এরপর পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, পৌর প্রশাসক জসীম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/জুনাইদ