ভোলা জেলা স্কাউট এবং ভোলা জেলা রোভারের বিশেষ কাউন্সিল সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ভোলা জেলা স্কাউটস ভবনে অনুষ্ঠিত কাউন্সিল সভায় আগামী তিন বছরের জন্য জেলা স্কাউট এবং জেলা রোভারের পৃথক দুটি কমিটি গঠন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে কাউন্সিলর সভায় জেলা স্কাউট এবং জেলা রোভারের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
প্রথম অধিবেশনে উপস্থিত স্কাউট কাউন্সিলরদের কণ্ঠভোটে সাবেক প্রধান শিক্ষক আবু তাহেরকে কমিশনার, সহকারী শিক্ষক হেলাল উদ্দিনকে কোষাধ্যক্ষ এবং প্রধান শিক্ষক হাসান মিজানুর রহমান মিঠুকে সম্পাদক করে ১২ সদস্যের জেলা স্কাউট কমিটি নির্বাচন করা হয়।
অপরদিকে, দ্বিতীয় অধিবেশনে অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল ইসলামকে কমিশনার, সহকারী অধ্যাপক জুন্নু রায়হানকে কোষাধ্যক্ষ এবং প্রভাষক মো. এরশাদকে সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট জেলা রোভার স্কাউটের কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ স্কাউটসের বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইফুল ইসলামের পরিচালনায় কাউন্সিলর সভায় বক্তব্য রাখেন জেলা স্কাউট বিদায়ের সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু ও জেলা রোভারের বিদায়ী সম্পাদক মো. কামাল হোসেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর সারা বাংলাদেশের মতো ভোলা জেলা স্কাউটস এবং জেলা রোভারের কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি করা হয়েছিল। আজ আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।
বিডি প্রতিদিন/এমআই