জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি অনুর্ধ-১৭ বালিকা দল চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সার্কিট হাউস মিলানায়তনে এ আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বালিকা দলকে শুভেচ্ছা জানান তিনি।
অনূর্ধ্ব ১৭ দলের বালিকাদের খেলাধুলায় আরও বেশি মনোযোগী করে তুলতে তাদের পরিচর্যার ওপর জোর দেন উপদেষ্টা। পাহাড় থেকে খেলোয়াড় বের করে এনে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলাধুলায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করার আহ্বান জানান তিনি।
পরে তাদের ফুল দিয়ে সংবর্ধনা, চ্যাম্পিয়নশীপের ১ লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেন পার্বত্য উপদেষ্টা। এ সময় জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা