কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটি অবাধ স্বচ্ছ নির্বাচন হবে। জনগণের ভোটে বিএনপি জয়ী হলে দেশের সাধারণ জনগণ স্বাধীনতার সুফল ভোগ করবে। গত ১৬ বছরে বিএনপি যে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে কিন্তু সেই বিএনপি দেশের জনগণকে ছেড়ে পালিয়ে যায়নি। অথচ আওয়ামী লীগ সরকার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে।’
আজ সোমবার বিকালে ভোলার চরফ্যাশন সদর রোডে উপজেলা বিএনপি আয়োজনে গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। আওয়ামী লীগের আমলে নির্বাচন কমিশন ছিল কিন্তু মানুষের ভোটের অধিকার ছিল না।’
নুরুল ইসলাম নয়ন আরও বলেন, ‘গত ১৬ বছর দেশে আইন ছিল, আদালত ছিল। কোন বিচার ছিল না। আদালতে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয়ে বিচারিক রায় নির্ধারিত হতো। সাধারণ মানুষ কোন বিচার পেতো না। দেশে প্রশাসন ছিলো কিন্তু কোন নিরপেক্ষতা ছিল না।’
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে আয়োজিত গণসংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন ও যুবদল নেতা ইয়ারুল আলম লিটন, আবদুর রর, ইয়ারুল আলম লিটন, মো. কবির হোসেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম কায়েদ, বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এড. মো. তসলিম, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহম্মেদ কমল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেলসহ প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে গণসংবর্ধনা অনুষ্ঠান বিশাল জনসভায় পরিণত হয়।
বিডি প্রতিদিন/জামশেদ