শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
দোয়া মাহফিল শেষে প্রায় ৫ হাজার হাজি, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে মেজবানি খাইয়েছেন তিনি।
বুধবার দুপুরে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতি গ্রামের নিজ আদি নিবাসে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দের ১০টি ইউনিয়নের হাজি, ইমাম ও মুয়াজ্জিনরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে বিপুল সংখ্যাক নেতাকর্মী দায়িত্ব পালন করেন। টুকু নিজে ঘুরে ঘুরে সব তদারকি করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি ও ইকবাল হাসান মাহমুদ টুকুর সহধর্মিনী সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ কায়েসসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন