খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল খন্দকারের সাথে সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগমের সঞ্চালনায় সুশীল সমাজের অ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার, ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, ধীমান খীসা, মারমা নিঅং মারমা ইঞ্জি. আবদুল মজিদ বক্তব্য রাখেন।
বক্তারা পার্বত্য জেলায় শান্তি, সম্প্রীতি, ও উন্নয়নে প্রশাসনের সাথে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি, সাম্প্রদায়িক অপপ্রচার রোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান।
মতবিনিময় সভায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল