ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেছেন, সৈরাচারী আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর দেশের কৃষি খাতকে ধ্বংস করে গেছে। বিদেশ থেকে আমদানির নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। এখন সময় এসেছে দেশের কৃষি এবং কৃষকের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। এজন্য কৃষকদের সংগঠিত হতে হবে।
শুক্রবার বিকালে ভোলা সদর উপজেলার চারসামাই ইউনিয়নের শান্তিরহাট বাজারে অনুষ্ঠিত কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আক্তার হোসেন সেন্টু, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, যুগ্ম আহ্বায়ক বশির হাওলাদার, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট মো. ইউসুফ ও চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুছা কালিমুল্লাহ প্রমুখ।
চরসামাইয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইয়াছিন শনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের শুরুতেই তারেক রহমানের পাঠানো লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। উপস্থাপনা করেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শামিম নবাব।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগী বলেন, দেশের তৃণমূল কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই