‘আনসার বাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। দেশের যে কোন ক্লান্তি লগ্নে জনগণের পাশে থেকেছে এই বাহিনী। তাই এরই ধরাবাহিকতায় আগামী দিনগুলোতেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল আনসার সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।’
আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে হবিগঞ্জ জেলা আনসার সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান বিভিএমএম, পিএএমএস।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশে চুরি-ডাকাতি-ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ড বেড়ে গেছে। তাই এসব বন্ধে তৎপর ভূমিকা রাখতে হবে আনসার সদস্যদের। যে কোন অপরাধ সংগঠিত হওয়ার পূর্বেই খবর দিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। এছাড়া আনসার সদস্যরা নিজদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজের অসহায় মানুষদেরকেও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে। একই সাথে নিজেদের মনুষত্ব্যবোধ জাগ্রহ রাখার পাশাপাশি সদা সত্য কথা বলতে হবে।’
এর আগে জেলা পরিষদ অডিটরিয়ামের সামনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উডিয়ে সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি।
আলোচনা সভায় হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে ও জাফরিন আক্তার এবং তানজিম আহমেদের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ড হোসনে আরা হাসি।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমেদ, সার্কেল এ্যাডজুট্যান্ট শুভাশীষ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান শেষে আনসার সদস্যদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ