হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মিজানুর রহমানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত মিজানুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি ছাতিয়াইন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মিজানুরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলা রয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ