ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কোয়েলিয়াক রোগ শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ের পথ দেখিয়েছেন। এই প্রযুক্তি চিকিৎসকদের সময় বাঁচাবে এবং রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করবে।
কোয়েলিয়াক একটি অটোইমিউন রোগ, যা গ্লুটেন গ্রহণের ফলে উদ্ভূত হয়। যুক্তরাজ্যে প্রায় সাত লাখ মানুষ এই রোগে ভুগছেন। পেটব্যথা, ডায়রিয়া, ত্বকের সমস্যা, ওজন কমে যাওয়া, রক্তস্বল্পতা ও অবসাদ এর সাধারণ লক্ষণ। দীর্ঘদিন চিকিৎসা না হলে অপুষ্টি, অস্থিক্ষয় ও বন্ধ্যাত্বের মতো গুরুতর সমস্যাও হতে পারে।
বর্তমানে এই রোগ নির্ণয়ে রক্তপরীক্ষার মাধ্যমে গ্লুটেনের বিরুদ্ধে অ্যান্টিবডির উপস্থিতি পরীক্ষা করা হয়। পরে অন্ত্রের নমুনা সংগ্রহ করে প্যাথলজিস্টরা পরীক্ষা করেন। তবে এতে সময় অনেক বেশি লাগে, এবং অনেক ক্ষেত্রে রোগ নির্ণয়ে বিলম্ব হয়।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ৪,০০০-এর বেশি নমুনা বিশ্লেষণ করে একটি AI অ্যালগরিদম তৈরি করেছেন, যা প্যাথলজিস্টদের মতোই নির্ভুলভাবে রোগ শনাক্ত করতে পারে, তবে অনেক দ্রুতগতিতে। গবেষণাটি New England Journal of Medicine AI-এ প্রকাশিত হয়েছে।
গবেষক ড. ফ্লোরিয়ান জ্যাকলের মতে, একজন প্যাথলজিস্ট যেখানে একটি নমুনা বিশ্লেষণে ৫-১০ মিনিট সময় নেন, AI সেখানে এক মিনিটেরও কম সময়ে ফলাফল দিতে পারে। ফলে রোগীদের আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না।
ব্রিটিশ রয়্যাল কলেজ অব প্যাথলজিস্টসের প্রেসিডেন্ট ড. বার্নি ক্রোয়াল বলেছেন, এআই কোয়েলিয়াক রোগ নির্ণয়ে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। এটা স্বাস্থ্যসেবার চাপ কমিয়ে রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করবে। তবে NHS-এ এআই ব্যবহারের জন্য আরও গবেষণা, প্রযুক্তিগত বিনিয়োগ এবং প্রশিক্ষণের প্রয়োজন বলে জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল