ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইয়ার্ডেন বিবাস নামে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া এক ইসরায়েলি জিম্মি।
গত রবিবার (৩০ মার্চ) প্রচারিত সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’-এর সাথে সাক্ষাৎকারে ট্রাম্পকে উদ্দেশ্য করে এই আহ্বান জানান ইয়ার্ডেন বিবাস।
ইয়ার্ডেন বিবাসের স্ত্রী সিরি বিবাস ও আরও দুই সন্তান গাজায় হামাসের হাতে বন্দি ছিলেন। তবে বন্দী অবস্থায় তার স্ত্রী ও দুই সন্তান ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়। যুদ্ধবিরতি চুক্তির আওতায় গত মাসে ইয়ার্ডেন বিবাসকে মুক্তি দেয়া হয়।
মুক্তির পর প্রথমবারের মতো সাক্ষাৎকারে ইয়ার্ডেন বিবাস বলেছেন, চলতি মাসে ইসরায়েল নতুন করে যে সামরিক অভিযান শুরু করেছে এর ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে আটক থাকা কয়েক ডজন জিম্মিকে মুক্ত করা সম্ভব হবে না।
সাক্ষাৎকারে ট্রাম্পকে উদ্দেশ্য করে ইয়ার্ডেন বিবাস বলেছেন, দয়া করে এই যুদ্ধ বন্ধ করুন এবং সমস্ত জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে আনতে সাহায্য করুন।
তিনি আরও বলেছেন, ‘আমি জানি তিনি সাহায্য করতে পারেন। আমি আজ এখানে একমাত্র ট্রাম্পের কারণেই। আমি মনে করি, তিনিই একমাত্র ব্যক্তি যিনি আবার এই যুদ্ধ বন্ধ করতে পারেন’।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলা শুরু হয়। টানা ১৫ মাস পর যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি। চুক্তি লঙ্ঘন করে গত ১৮ মার্চ থেকে বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
এমনকি ঈদুল ফিতরের উৎসবের মধ্যেও ইসরায়েলের হামলা অব্যাহত ছিল। গত দুই দিনে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৫ জন। ফলে দীর্ঘ হচ্ছে হতাহতের তালিকা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ৩৫৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৪ হাজার ৪শ’ জন আহত হয়েছেন।
সূত্র : সিবিএস
বিডি-প্রতিদিন/বাজিত