গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫ জন জরুরি সহায়তা কর্মী নিহত হওয়ার ঘটনায় হামাসকেই দায়ী করল যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস সোমবার এই মন্তব্য করেন।
গত সপ্তাহে বর্বরোচিত হামলা চালিয়ে গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত এসব কর্মীকে হত্যা এবং তাদের যানবাহন ধ্বংস করে ইসরায়েলি বাহিনী। এ বিষয়ে প্রশ্ন করা হলে ব্রুস বলেন, গাজায় যা কিছু ঘটছে, সব কিছুর জন্য হামাসই দায়ী।
তিনি আরও বলেন, এই সব কিছু এক মুহূর্তেই থেমে যেতে পারে, যদি হামাস সব বন্দি এবং তাদের দেহাবশেষ ফিরিয়ে দেয় এবং অস্ত্র সমর্পণ করে।
ব্রুস বলেন, প্রত্যেক প্রাণহানিই দুঃখজনক, সেটা যে-ই হোক, যেখানেই থাকুক। তবে তিনি দাবি করেন, হামাস দীর্ঘদিন ধরে বেসামরিক অবকাঠামোর অপব্যবহার করছে এবং নিজেদের রক্ষার জন্য এটি ব্যবহার করছে। ফলে মানবিক সহায়তা কর্মীরা সংঘাতের মধ্যে পড়ে যাচ্ছে।
তবে হামাস এই দাবি অস্বীকার করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের যে দাবি করে, হামাস বেসামরিক স্থাপনা মানবঢাল হিসেবে ব্যবহার করছে, তা খতিয়ে দেখলে বিশ্বাসযোগ্যতা পাওয়া যায় না। কেননা, ইসরায়েল বারবার হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও স্কুলে হামলা চালিয়েছে, যেখানে হামাস যোদ্ধাদের উপস্থিতির কোনও প্রমাণ ছিল না।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী ১ হাজার ৪০২ জন স্বাস্থ্যকর্মী ও ১১১ জন জরুরি সহায়তা কর্মীকে হত্যা করেছে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ