ফ্রান্সের উগ্র ডানপন্থী নেত্রী মেরি লা পেন। প্রতারণার দায়ে পাঁচ বছরের জন্য সরকারি দায়িত্বে নিষিদ্ধ হয়েছেন তিনি। এর ফলে আদালতের রায়ে আগামী ২০২৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না লা পেন।
তার নিজের ন্যাশনাল র্যালি পার্টির (আরএন) জন্য ইউরোপিয়ান তহবিল আত্মস্মাৎ করার দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি।
পাশাপাশি তাকে চার বছরের জেল দেওয়া হয়েছে। তার মধ্যে দুই বছর স্থগিত থাকবে সাজা। ফলে প্রকৃতপক্ষে তাকে কত সময় জেলে থাকতে হবে অথবা আদৌ জেলে যেতে হবে কি না তা পরিষ্কার নয়। যদি তিনি জেলে না যান তাহলে কিছু বিধিনিষেধ মানতে হবে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ