জামাইকায় এটি ছিল লিওনেল মেসির প্রথম ফুটবল সফর। ৩ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হয় ৩৫ হাজার দর্শকের মাঠ কিংস্টনের জাতীয় স্টেডিয়াম ইন্ডিপেন্ডেন্টস পার্কে। গতকাল কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগেও ক্যাভালিয়েরের বিপক্ষে মেসি ছিলেন বেঞ্চে। তবে জ্যামাইকান দর্শকদের হতাশ করেননি। বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে সুয়ারেজের বদলিতে মাঠে নামেন মেসি। সুয়ারেজের পর যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন মেসি। ফলে ক্যাভালিয়েরের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতে ইন্টার মায়ামি। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আট নিশ্চিত মেসিদের।