ইদানীংকালে জয়ের চেয়ে হারের পাল্লাই বেশি পেপ গার্ডিওলার ম্যানসিটির। দলটি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা রেস থেকে বেশ পিছিয়ে পড়েছে। এখন খেলছে চ্যাম্পিয়ন্স লিগ। সাবেক চ্যাম্পিয়নরা এবারও স্বপ্ন দেখছে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের। কিন্তু প্লে-অফে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। অ্যানচেলোত্তির রিয়ালের বিপক্ষে প্লে-অফে মুখোমুখি হবে পেপ গার্ডিওলার ম্যান সিটি। সেরা ১৬ তে জায়গা নিতে গার্ডিওলার শিষ্যদের বাধা টপকাতে হবে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবের। কাজটি যে অনেক কঠিন, সেটা স্বীকার করেছেন ম্যানসিটির কোচ গার্ডিওলা, ‘রিয়াল মাদ্রিদ আমাদের চেয়ে বেশি অভিজ্ঞ। এই দলটি টুর্নামেন্টটি রাজা। অন্যরা দ্বিতীয় বা তৃতীয়।’ গতকাল সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়ন্স লিগের ২০২৪-২৫ মৌসুমের প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্কটিশ ক্লাব সেল্টিক। গতকাল ১৬ দলের প্লে-অফ করা হয়েছে লটারিতে। গ্রুপ পর্ব শুরু হয়েছিল গ্রুপ পদ্ধতিতে ৩৬ দল নিয়ে। দুই লেগের প্লে-অফের প্রথম লেগের খেলা ১১ ও ১২ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগের খেলা ১৮ ও ১৯ ফেব্রুয়ারি।
প্লে-অফে কোন দল কার মুখোমুখি
ব্রেস্ত-পিএসজি
ক্লাব ব্রুগা-আতালান্তা
ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ
জুভেন্টাস-পিএসভি
ফেইনুর্ড-এসি মিলান
সেল্টিক-বায়ার্ন মিউনিখ
স্পোর্টিং লিসবন-ডর্টমুন্ড
মোনাকো-বেনফিকা