পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান তিন ফরম্যাটে এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে বুলেট গেমে হারিয়েছেন ৯ বছর বয়সি রায়ান রশীদ মুগ্ধ। সে ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। মুগ্ধ তিন বছর বয়সে দাবা খেলা শুরু করে। মাত্র পাঁচ বছর বয়সে আন্তজার্তিক রেটিং অর্জন করে। মুগ্ধর দাবার হাতেঘড়ি বাবার কাছে। এলিগ্যান্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমিতে মাত্র চার বছর বয়সে দাবা খেলা শেখেন মুগ্ধ। ওই বয়সেই এলিগ্যান্ট একাডেমির বয়সভিত্তিক টুর্নামেন্টে সে অংশ নেয়। এরপর প্রতিষ্ঠিত দাবাড়ু পরাগ, শাকিলসহ অনেকেরই কাছ থেকে মুগ্ধ দাবার বিভিন্ন কৌশল রপ্ত করে। কিছুদিন আগে কোচ হিসেবে মুগ্ধর দায়িত্ব নেন নাঈম হক। মুগ্ধর বাবা মাহবুবুর রশিদ বাবুল বলেন, ‘মুগ্ধ শুধু দাবাই নয়, পড়াশোনায়ও খুব ভালো। অল্প সময়ে কোনো পড়া সে বুঝে নিতে পারে। পরীক্ষায় তার রেজাল্ট ভালো। অনলাইন চেস ডটকমে বুলেট গেম অনুষ্ঠিত হয়। দাবার এই বুলেট গেম ফরমেটটি ফিডে মাস্টার্স, ইন্টারন্যাশনাল মাস্টার্স, গ্র্যান্ডমাস্টারদের কাছে খুব জনপ্রিয়। মূলত তারাই বেশি এই গেমে অংশ নেন। গত ১৮ জানুয়ারি অনলাইন চেস ডট কমে কার্লসেনের মুখোমুখি হন মুগ্ধ। যদিও এখানে দাবা খেলার মতো আইডি তার ছিল না। কোনো টাইটেল বা খেতাব যাদের নেই, তারা এখানে অংশ নিতে পারে না। মুগ্ধর কোচ নাঈম হক তার চেস ডট কম আইডি দেন মুগ্ধকে। কার্লসনকে হারিয়ে বিশ্বব্যাপী আলোচিত হন মুগ্ধ। গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে ইতিহাসের সেরা দাবাড়ু মনে করেন অনেকেই। তিনি র্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন পাঁচবার আর ব্লিটজে আটবার। এ কারণে মুগ্ধর এ জয় বিস্ময়ের জন্ম দিয়েছে। দাবার বুলেট গেম ফরমেটে উভয়কে সর্বোচ্চ এক মিনিট করে সময় দেওয়া হয়। এই এক মিনিটের মধ্যেই খেলাটি শেষ করতে হয়। মজার বিষয় হলো- এক মিনিট শেষ হওয়ার আগেই কার্লসেন নিজ থেকে হার মেনে নেন। খেলার একপর্যায়ে কার্লসেনের ভুলে যে সুযোগ তৈরি হয় তা লুফে নেন মুগ্ধ। ২০ নম্বর চালের মাথায় কার্লসেন ওই ভুলটি করেছিলেন। এরপর আরও ৩০টি চাল অত্যন্ত বুদ্ধির সঙ্গে মুগ্ধকে খেলতে হয়। ৫০ চালের মাথায় তার জয় নিশ্চিত হয়। মাত্র ৯ বছর বয়সে মুগ্ধ যেভাবে বিশ্বসেরা দাবাড়ুর সঙ্গে লড়াই করেছে তাতে বিস্মিত অভিজ্ঞ দাবাড়ুরা। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মুগ্ধ বলেন, ‘আমি শুরুতে ভাবতেই পারিনি কার্লসেনকে হারিয়ে দিতে পারব। তবে এক সময় এসে উনি একটা কুইন ব্লান্ডার করেন। এর পরই আমি বুঝতে পেরেছি ম্যাচটা জিততে পারব। শেষ পর্যন্ত জিতে গেছি। বিশ্ব চ্যাম্পিয়নকে হারানোয় আমার মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। ভবিষ্যতে আরও ভালো খেলতে এই ম্যাচ অনুপ্রেরণা জোগাবে।’ মুগ্ধের অর্জনের পাল্লা বেশ ভারী। মাত্র পাঁচ বছর বয়সে সে ফিদে রেটিং পায়। ছয় বছর বয়সে অনূর্ধ্ব-৮ ন্যাশনাল ইউথ চেস চ্যাম্পিয়ন-২০২২, ৭ বছর বয়সে অনূর্ধ্ব-৮ এবং ১০ উভয় ক্যাটাগরিতে ন্যাশনাল ইউথ চেস চ্যাম্পিয়ন-২০২৩, এলিগ্যান্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি আয়োজিত অনূর্ধ্ব-১৬ ইয়ুথ চ্যাম্পিয়ন তার অনন্য অর্জন। তিনটি দেশে (মালদ্বীপ, শ্রীলঙ্কা, কিরগিজস্তান) অনূর্ধ্ব-৮ ক্যাটাগরিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে একটি ব্রোঞ্জ পদক অর্জন করে সে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০২৩ সালে কমনওয়েলথ দাবায় মুগ্ধ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ৫২টি দেশের মধ্যে ষষ্ঠ স্থান ছিল তার। দেশে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন ওপেন চেস টুর্নামেন্টে অসংখ্যবার সেরা হয়েছে মুগ্ধ। মার্কস অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশিপ-২০২২ এ দলকে বিভাগীয় চ্যাম্পিয়ন, জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুগ্ধ। এই টুর্নামেন্টে দুবার বেস্ট প্লেয়ারের পুরস্কার পায় মুগ্ধ। মুগ্ধ কার্লসেনকে হারানোর খবরটা দেন কোচ নাঈম হককে। নাঈম যেন বিশ্বাসই করতে পারছিলেন না। পরে মুগ্ধ বিস্তারিত প্রমাণ দেখান। নাঈম হক এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘৯ বছরের মুগ্ধ হারাল ম্যাগনাস কার্লসেনকে! মুগ্ধ বুলেট ব্যাটেল খেলবে, তবে টাইটেল না থাকার কারণে সে খেলতে পারে না। আমি তাই আমার চেস ডট কমের আইডিটা দিলাম। সে খেলল ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান তিন ফরম্যাটে এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিল।’ মুগ্ধ যে দাবায় কিছু একটা যে কোনো সময় করে ফেলতে পারে- এমন ইঙ্গিত মিলেছিল যখন মুগ্ধর বয়স আট বছর। আট বছর বয়সি মুগ্ধ ঢাকায় এশিয়ান জোনাল দাবার পঞ্চম রাউন্ডে একাত্তর বছর বয়সি হানিফকে হারিয়ে দেয়। মাত্র ২৫ চালে হানিফকে ধরাশায়ী করে সে। হানিফ মোল্লা ছিলেন কমনওয়েলথ দাবায় সিনিয়র বিভাগে সোনাজয়ী। অবশ্য মুগ্ধকে নিয়ে অভিজ্ঞ দাবাড়ুদের উচ্ছ্বাস অনেক আগে থেকেই। দাবা সংগঠক মাহমুদা হক চৌধুরী বলেন, রায়ানের দাবার হাতেখড়ি ওর বাবার কাছে। তবে সে আমার অধীনে শিখেছে। ২০২২ সালে মালদ্বীপে ওয়েস্টার্ন এশিয়া দাবায় খেলেছে। শ্রীলঙ্কায় একটি টুর্নামেন্টে খেলেছে। ওর দাবায় মেধা দারুণ। আশা করা যায়, খেলাটা চালিয়ে গেলে ভবিষ্যতে ভালো করবে। মুগ্ধ এক দিন সুপার গ্র্যান্ডমাস্টার হবে। এমনটাই স্বপ্ন তার বাবা-মায়ের। মুগ্ধর বাবা মাহবুবুর রশিদ বাবুল বলেন, মুগ্ধকে সুপার গ্র্যান্ডমাস্টার হিসেবে গড়ে তুলতে চাই। যদিও এটা অত্যন্ত ব্যয়বহুল। তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
শিরোনাম
- পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প, সুনামি সতর্কতা
- লৌহজংয়ে পাওয়া মরদেহের টুকরোগুলো সাভারের সবুজ মোল্যার
- লাঙ্গলবন্দের স্নান ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
- চিরচেনা কার্তিককে দেখা গেল অন্যরূপে
- বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- অনুষ্ঠান থেকে ফেরার পথে দুই ভাইকে কুপিয়ে জখম
- মুন্সিগঞ্জে মানবদেহের খন্ডিত অংশের সন্ধান
- প্রেমা নেই, শেষ হয়ে গেল পুরো পরিবার
- শুল্ক বৃদ্ধি ‘দুর্বল ও দরিদ্রদের ক্ষতি করে’: জাতিসংঘ
- সিঙ্গাপুরে ডেঙ্গু দমনের প্রধান হাতিয়ার ‘ওলবাকিয়া’
- বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ
- পিঁয়াজ নিয়ে হতাশ মানিকগঞ্জের কৃষকরা
- ম্যান সিটি ছাড়ছেন ডি ব্রুইনা
- মাথায় গুলি নিয়ে চলে গেল জুলাই আন্দোলনের যোদ্ধা হৃদয়
- কবে মাঠে ফিরছেন বুমরাহ?
- ফের চেন্নাইয়ের অধিনায়কত্ব সামলাতে পারেন ধোনি
- শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ
- পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলো স্ত্রী
- জেলেনস্কির নিজ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত
- সদরঘাটে রাজধানীমুখী মানুষের ঢল
প্রকাশ:
০০:০০, শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
০১:০০, শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫
বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দিল মুগ্ধ
বিশ্ব দাবায় মুগ্ধতা, বিশ্বসেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে আলোড়ন
মুহাম্মদ শফিকুর রহমান
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর