বিষণ্ণ তার খাঁচা ভেঙে আমি রোজ এমনি করে
তোমাদের শহরে হাঁটি
হাওয়াই মিঠাই আর নগরীর নোনা হাওয়া আঙুলে মেখে আমি বেলাশেষের পটভূমি হই রোজই।
আমার শরীরের প্রতি রক্তকণায় একটি করে গল্প জন্ম নেয়
শেষ বিকেলের রহস্যময় আলোয় তারা পায় চিত্তহরী সুগন্ধি,
ক্রমেই বেলা ফুরায়!
আর নিঃশব্দে রং মাখে প্রাচীন শব্দরা
চোখের কোণে একটি নিরেট স্বপ্ন বুনতে বুনতে আমি মুছে ফেলি বিষণœতা ও শোকের স্তুতি।
ওখানে কেউ জানতে চায় না
গ্রীষ্মকালীন ফুল হয়ে ফুটতে ফুটতে কীভাবে ফুরায়
আমাদের দিন!
শুধু এইসব রাতের গায়ে শীত-বসন্তের প্রদাহ
হলুদ বসন্ত পাখি হয়ে ডাকে...