ওয়েব রিসোর্ট পেরিয়ে পাটুয়ারটেক
ফেড জিন্স পরে দাঁড়িয়ে রয়েছে সমুদ্র
এক-একটা নুড়ি স্পর্শমাত্র
আমরা কে কোন পেশার লেখা হচ্ছে ঢেউয়ে
আমি পালাতে চাই, পালাতে চাই করে
মেরিন ড্রাইভ কোলে করে বসি
বাতাসে উঠল সুর:
এই প্রথম ভিজে গেল ইনানি-ঘাটের নাভিমূল
‘আপনি তো চমৎকার আয়ু!’
কারা যেন বলতে বলতে সমুদ্রে ফেলে দিল
বাথটাবে মা ও শিশু
রিসোর্ট জেগেছে রাত
ভোরের বালুকাবেলায়- তুমি আমি আকুল পিপাসায়