জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘আমি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। আমি ঈদ উপলক্ষে পঞ্চগড়ে এসেছি। আমার জায়গা থেকে কাজ হচ্ছে, আমাদের কেন্দ্রীয় সংগঠকেরা ঈদ উপলক্ষে যে যেই জেলায় আছেন, তারা সেই জেলার সংগঠনের গোছানোর কাজ করবেন। জেলা-উপজেলা-গ্রাম পর্যায়ে যারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী, তাদের সঙ্গে কথা বলবেন, সংগঠিত করবেন। আমি সেই জায়গায় একজন সংগঠক হিসেবে পঞ্চগড় জেলায় সেই কাজটি করছি।’
রবিবার সন্ধ্যায় এনসিপি পঞ্চগড় জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সারজিস আলম এসব কথা বলেন। পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে এই ইফতার মাহফিল হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সারজিস আলম বলেন, ‘কোন জেলার কোন আসনে কে নির্বাচন করবেন, এটা নির্বাচনের পূর্বে আমাদের দলীয় যে ফোরাম, সেই ফোরাম নির্ধারণ করবে। সেই ফোরাম যদি আমাকে পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের জন্য নির্ধারণ করে, তাহলে সেটা নিয়ে কাজ করব। যদি অন্য কোথাও নির্ধারণ করে, তাহলে সেটা। এখন আমাদের প্রধান লক্ষ্য, কে কোন আসনে নির্বাচন করবেন এটা নয়; বরং বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নকে এনসিপির ব্যানারে সংগঠিত করা। যেন আগামীর বাংলাদেশে জনগণের রায় নিয়ে জনগণের প্রতিনিধিত্ব আমরা সংসদে করতে পারি।’
তিনি বলেন, ‘আমরা প্রতি সময় মানুষের সঙ্গে থাকতে চাই। আমরা মনে করি যে জনগণের রায়ের মাধ্যমেই নির্ধারণ হবে, আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে।'
বিডি প্রতিদিন/জুনাইদ