শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা কাজিকান্দি গ্রাম। এই অজপাড়াগাঁয়ে দুই সপ্তাহ ধরে চলছে লন্ডন প্রবাসী মো. ইমামুল হক সরদার (এনামুল) ও নাছিমা মোল্লা দম্পতির বড় মেয়ে ডা. সরদার এনি আক্তারের বিয়ের উৎসব। বিয়ের সব প্রস্তুতি শেষে বরের জন্য গ্রামবাসীর অধির অপেক্ষা। অবশেষে বর আসলেন হেলিকপ্টারে চড়ে। উল্লাসে ফেটে পড়েন গ্রামবাসী।
জানা গেছে, গত শনিবার ছিল শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামের মো. ইমামুল হক সরদার (এনামুল) ও নাছিমা মোল্লা দম্পতির বড় মেয়ে ডা. সরদার এনি আক্তারের সঙ্গে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকার আকবর শাহ লেনের আক্তার ফারুক ভূঁইয়ার ছেলে আবদুল্লাহ আল নাঈম ভূইয়ার বিয়ের অনুষ্ঠান। কনে ডা. এনির পরিবার লন্ডন প্রবাসী আর বর চার্টার্ড অ্যাকাউনট্যান্ট আবদুল্লাহ আল নাঈম ভূইয়া অস্ট্রেলিয়া প্রবাসী।
মেয়ের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে গত ২১ জানুয়ারি লন্ডন থেকে সপরিবারে ঢাকা আসেন মো. ইমামুল হক সরদার (এনামুল)। ওইদিন তিনি সপরিবারে হেলিকপ্টার যোগে গ্রামের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার কাজিকান্দি গ্রামে আসেন। এরপর থেকে শুরু হয় মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা। মেয়ের বিয়ে উপলক্ষে গত দুই সপ্তাহ ধরে নাচগানসহ নানা আয়োজনে এলাকা মাতিয়ে রাখেন লন্ডন প্রবাসী এনামুল সরদার। গত বৃহস্পতিবার ছিল কনে ডা. এনির গায়ে হলুদের অনুষ্ঠান। এদিন কনের পরিবারের সদস্যরা ও এলাকাবাসী শতাধিক গাড়ি ও মোটরসাইকেল বহর নিয়ে বাজনা বাজিয়ে বিনোদপুর ইউনিয়নের প্রতিটি সড়কে শোডাউন করেন। এ সময় এলাকাবাসী নেচে গেয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন।