রাজধানীর বংশালের একটি বাসায় মাকসুদা খানম (৩০) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর স্বামী মো. ইব্রাহীম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নাজিরাবাজার এলাকার ২৪ নম্বর শিক্ষাটলির বাসায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুর গ্রামে। তার বাবা মাওলানা আবদুল বাতেন খান স্থানীয় একটি মাদরাসার শিক্ষক। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি বড়। আর ইব্রাহীমের বাড়ি বংশালের নাজিরাবাজার এলাকায়। তিনি অনলাইনে ওষুধের ব্যবসার সঙ্গে যুক্ত। বংশাল থানার এসআই মো. ফেরদৌস আলম বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্যকলহ চলছিল। শুক্রবার সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে হাতুড়ি দিয়ে মাকসুদার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মারা যান। লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান বংশাল থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে।
নিহতের চাচা মাওলানা আবদুল লতিফ বলেন, মাকসুদা ও ইব্রাহীম দুজনেরই আগে বিয়ে হয়েছিল। দুই বছর আগে ইব্রাহীমের সঙ্গে মাকসুদার বিয়ে হয়। এই দম্পতির বুশরা নামে এক বছর বয়সি কন্যাসন্তান আছে। ইব্রাহীম ঠিকমতো বাসায় বাজার করতেন না। তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করতেন। ঘটনার দিনও ঝগড়ার একপর্যায়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে মাকসুদাকে হত্যা করে। পরে নিজেই পুলিশকে জানালে, পুলিশ বাসায় গিয়ে লাশ উদ্ধার করে।