খুলনার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদের হত্যার প্রতিশোধ নিতেই কক্সবাজারে খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রব্বানী টিপুকে হত্যা করা হয়েছে। শহীদের ভাতিজা শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পুর নেতৃত্বেই সংঘবদ্ধ চক্র কৌশলে এ হত্যাকাণ্ড ঘটায় বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ। গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ৮ জানুয়ারি কক্সবাজারে আলোচিত টিপু হত্যা মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনা পাহাড়ি চা বাগান থেকে নারীসহ তিনজনকে গ্রেপ্তারের পর এ হত্যাকাণ্ডের জট খুলেছে বলে জানান তিনি। পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন টিপু হত্যাকাে র প্রধান অভিযুক্ত শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু (২৭)। তিনি খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের দৌলতপুর দেওয়ানা মোল্লাপাড়ার জামাল শেখের ছেলে। অন্য দুজন পাপ্পুর প্রতিবেশী মো. সেলিম আকনের মেয়ে ঋতু (২৪) ও ৬ নম্বর ওয়ার্ডের কেশবলাল সড়কের মধ্য কারিগরপাড়ার হায়দার সরদার অদুদের ছেলে, পাপ্পুর বন্ধু মো. গোলাম রসুল (২৫)। এ তিনজনকে কক্সবাজারে নিয়ে আসা হয়েছে। পুলিশ সুপার জানান, ২০১৫ সালে খুন হন দৌলতপুরের জ্বালানি তেল ব্যবসায়ী, পাটশ্রমিক ঠিকাদার শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদ। এ হত্যাকাে সরাসরি অংশ নিয়েছিলেন নিহত কাউন্সিলর গোলাম রব্বানী টিপু এবং হত্যা মামলার প্রধান আসামি। হুজি শহীদের ভাতিজা পাপ্পুর স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার জানান, হুজি শহীদ ও টিপু একই এলাকার বাসিন্দা। সে কারণে তাদের মধ্যে আধিপত্যের দ্বন্দ্ব ছিল। এর জেরে টিপুর নেতৃত্বে হুজি শহীদকে নৃশংসভাবে হত্যা করা হয়। আর এ হত্যাকাে র প্রতিশোধ নিতেই হুজি শহীদের পরিবারের পরিকল্পনায় টিপুকে হত্যা করা হয়। হত্যার মিশন সম্পর্কে পাপ্পু পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানিয়েছেন, টিপুকে হত্যা করার জন্য দীর্ঘদিন আগেই পরিকল্পনা করেন তিনি। এর অংশ হিসেবে গ্রেপ্তার নারী ঋতুকে টোপ হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেন। ঋতুর স্বামী ক্রসফায়ারে মারা যান। স্বামীর মৃত্যুর পর থেকে টিপুর সঙ্গে ঋতুর সখ্য। তাঁদের এ সখ্য সুযোগ হিসেবে নিয়ে টিপুকে হত্যার পরিকল্পনা সাজান পাপ্পু। পূর্বপরিকল্পনামতো টিপুর অবস্থান কক্সবাজারে নিশ্চিত হয়ে তাঁর সঙ্গে সময় কাটাতে কক্সবাজারে আসার প্রস্তাব দেন ঋতু। এ অনুযায়ী ৭ জানুয়ারি খুলনা থেকে বাসে কক্সবাজারের উদ্দেশে রওনা হন পাপ্পু, তাঁর বন্ধু গোলাম রসুল ও ঋতু। কক্সবাজারে পৌঁছে টিপুর সঙ্গে যোগ দেন ঋতু। অন্যদিকে পাপ্পু ও গোলাম রসুল এর সদ্ব্যবহার করতে ওত পেতে থাকেন। হত্যাকাে র বর্ণনা দিয়ে স্বাকারোক্তিতে পাপ্পু জানান, ঋতুর কাছ থেকে টিপুর অবস্থান সম্পর্কে সার্বক্ষণিক তথ্য নেন তাঁরা দুই বন্ধু। ৮ জানুয়ারি সন্ধ্যার পর সৈকতের সুগন্ধা এলাকার হোটেল সি-গালের সামনে গোলাম রব্বানী টিপু অবস্থান নিলে ঋতুর দেওয়া তথ্যমতো সেখানে যান পাপ্পু ও গোলাম রসুল। সি-গালের সামনে ফুটপাতে হাঁটা অবস্থায় টিপুকে মাথায় গুলি করেন পাপ্পু। তাঁরা মোটরসাইকেলে এসে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার ক্লু সম্পর্কে পুলিশ সুপার বলেন, ‘এ হত্যাকা টি অনেকটা ক্লুলেস। কিন্তু কিছু সূক্ষ্ম সূত্র ব্যবহার করে সোর্স সৃষ্টি করে পুলিশ। সোর্সের মাধ্যমে হত্যাকাে র মোটিভ সম্পর্কে ধারণা পাই আমরা। একপর্যায়ে পাপ্পু, ঋতু ও গোলাম রসুল এ হত্যাকা ঘটান বলে নিশ্চিত হয় পুলিশ।’ এদিকে, এ হত্যাকা ঘটাতে কক্সবাজারের স্থানীয় লোকজনের সহযোগিতা নেওয়া হয়েছে বলে নিশ্চিত পুলিশ। স্থানীয় কে বা কারা সহযোগী ছিল এবং তারা কী ধরনের সহযোগিতা করেছে এ ব্যাপারে অনুসন্ধান চলছে।
শিরোনাম
- সন্ধ্যায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা
- মুখের গড়ন বুঝে হতে হবে হেয়ার কাট
- অভিনেতাসহ গ্রেপ্তার ১১, তুরস্কে বয়কট আন্দোলন
- ভাঙ্গায় কিশোর ও গৃহবধূর লাশ উদ্ধার
- গরমে মেকআপ যেন না গলে
- কিশোরগঞ্জে অষ্টমী স্নানে লাখো পুণ্যার্থীর ঢল
- পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো নিউজিল্যান্ড
- বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনাল অনুষ্ঠিত
- বাস-অটোরিকাশয়ার সংঘর্ষে নারী নিহত, শিশুসহ আহত ৪
- কানাডায় ভারতীয় নাগরিক খুন
- জয়পুরহাটে রামদেও বাজলা প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত
- লৌহজংয়ে পাওয়া মরদেহের টুকরোগুলো সাভারের সবুজ মোল্যার
- লাঙ্গলবন্দের স্নান ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
- চিরচেনা কার্তিককে দেখা গেল অন্যরূপে
- বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- অনুষ্ঠান থেকে ফেরার পথে দুই ভাইকে কুপিয়ে জখম
- মুন্সিগঞ্জে মানবদেহের খন্ডিত অংশের সন্ধান
- প্রেমা নেই, শেষ হয়ে গেল পুরো পরিবার
- শুল্ক বৃদ্ধি ‘দুর্বল ও দরিদ্রদের ক্ষতি করে’: জাতিসংঘ
- সিঙ্গাপুরে ডেঙ্গু দমনের প্রধান হাতিয়ার ‘ওলবাকিয়া’
খুনের প্রতিশোধে খুন
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর