কয়েক মাস ধরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন, অবস্থান কর্মসূচিসহ নানা ধরনের ক্ষোভ-বিক্ষোভ দেখিয়ে এবার সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে মিছিল নিয়ে স্লোগান দিয়েছেন তারা। এরপর সাড়ে ১২টায় এ ব্যানার টানান শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে একটি কমিটি করেছিল। সেই কমিটি আমাদের কাছ থেকে তথ্য নিয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি আলাদা কমিটি গঠন করেছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে তারা আমাদের কেন সাত কলেজের কমিটিতে আমাদের অন্তর্ভুক্ত করল। ছয় কলেজ নিয়ে ওই কমিটি করতে পারত। তারা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় রূপান্তর নিয়ে দ্বিচারিতা শুরু করেছে। এর প্রতিবাদে আমরা সকাল থেকে বিক্ষোভ করি। এরপর কলেজের মূল ফটক ঢেকে দিয়ে তিতুমীর বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার টানিয়ে দেই। আমরা দ্রুত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি জানাচ্ছি। এভাবেই জিন্নাহ কলেজের সাইনবোর্ড খুলে লাগানো হয়েছিল তিতুমীর কলেজের নাম। এবার তিতুমীর কলেজ থেকে তিতুমীর বিশ্ববিদ্যালয় করা হলো। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে গত ৩ ডিসেম্বর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। কমিটির কার্যক্রমের সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। এ অবস্থায় একটি কমিটির কাজ চলমান অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরে কমিটি করেছে। আমরা এর প্রতিবাদ জানাই।