সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ পুলিশ সদস্য হত্যা, অস্ত্র লুট ও অগ্নিসংযোগ মামলায় আসামি হিসেবে সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে সেনাবাহিনীর সদস্যরা আবদুল লতিফ বিশ্বাসকে তাঁর নিজ বাড়ি বেলকুচি উপজেলার কামারপাড়া থেকে আটকের পর সন্ধ্যায় পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ এনায়েতপুর থানার পুলিশ হত্যা মামলায় আসামি হিসেবে আদালতে হাজির করে। আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন জানান, সন্ধ্যার দিকে সেনাবাহিনী আবদুল লতিফ বিশ্বাসকে পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর এনায়েতপুর থানায় ১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় সন্ধিগ্ন আসামি হিসেবে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে প্রিজন ভ্যানে তাঁকে সন্ধ্যার পর কারাগারে পাঠানো হয়েছে। এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ওসিসহ ১৫ পুুলিশ সদস্যকে হত্যা, অস্ত্র লুট এবং অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগের বিরুদ্ধে থানার এসএই আবদুল মালেক বাদী হয়ে মামলা করেন। অস্ত্র ও পুলিশ সদস্য হত্যায় জড়িত কি না এ বিষয়ে আদালতের কাছে আবদুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে রিমান্ড আবেদনও করা হবে।