দ্ইু দিনের বিরতি শেষে ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। ঢাকা পর্ব শেষে আজ সিলেটে শুরু হচ্ছে সাত দলের টি-২০ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সূচনা দিনে দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী।
ঢাকা পর্বে টানা তিন ম্যাচ জিতেছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। সোহান বাহিনী দাপুটে ক্রিকেটে খেলে ৪০ রানে ঢাকা ক্যাপিটালকে, সিলেটকে ৩৪ রানে এবং চ্যাম্পিয়ন বরিশালকে হারায় ৮ উইকেটে। রংপুরের আজকের প্রতিপক্ষ সিলেট একটিমাত্র ম্যাচ খেলেছে। সেটা আবার রংপুরের বিরুদ্ধে এবং হেরেছে ৩৪ রানে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচে প্রথম ব্যাটিংয়ে রংপুর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন পাকিস্তানের ইফতেখার আহমেদ। দলনায়ক নুরুল হাসান সোহান ৪১ রানের ইনিংস খেলেন ২৪ বলে। ১৫৬ রানের টার্গেটে আরিফুল হকের সিলেট ২০ ওভারে সংগ্রহ করে ৯ উইকেটে ১২১ রান। দলটির পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার রনি তালুকদার। ‘স্পিডস্টার’ নাহিদ রানা ৪ ওভারের ২৭ রানের খরচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। দুই দল আজ আবার মুখোমুখি হচ্ছে দুপুর দেড়টায়।
সন্ধ্যা সাড়ে ৬টায় বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। তামিম ইকবালের বরিশাল ২ ম্যাচে এক জয় ও এক হারে চারে রয়েছে। প্রতিপক্ষ এনামুল হক বিজয়ের দুর্বার রাজশাহী ৩ ম্যাচে জিতেছে ১টি। হেরেছে ২টি। বরিশাল ও রাজশাহী ম্যাচ দিয়ে বিপিএলের ১১তম আসর মাঠে গড়িয়েছে। টুর্নামেন্টের দুই দলের উদ্বোধনী ম্যাচটি ছিল হাই স্কোরিং। রাজশাহীর ৩ উইকেটে ১৯৭ রান বরিশাল টপকে যায় মাহমুদুল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের জোড়া হাফসেঞ্চুরিতে।