ইউক্রেনের পূর্বাঞ্চলের সুমি শহরে একটি আবাসিক ব্লকে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে তিন বয়স্ক দম্পতিসহ নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। রাশিয়ার অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য মস্কো টাইমস’ এ খবর জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘এটি একটি ভয়াবহ ট্র্যাজেডি। ভয়াবহ রুশ অপরাধ। এসব সন্ত্রাসের জন্য বিশ্ব যেন রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করা না থামিয়ে দেয়।’
ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, মস্কো ৮১টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এরমধ্যে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোনও রয়েছে। বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সুমি এবং রাজধানী কিয়েভের কাছেসহ বিভিন্ন অঞ্চলে ৩৭টি ড্রোন ভূপাতিত করেছে।
পুলিশ জানিয়েছে, ১৯ ঘণ্টা পরে অনুসন্ধান অভিযান সম্পন্ন হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে ৯টি মৃতদেহ খুঁজে পেয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন।
ইউক্রেনীয় প্রসিকিউটররা জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনটি দম্পতি ছিলেন - ৬১ থেকে ৭৪ বছর বয়সি পুরুষ এবং নারী। নিহতদের মধ্যে ৩৭ বছর বয়সি এক নারীও ছিলেন। তার আট বছর বয়সী মেয়ে আহত হয়েছে।
সুমি উত্তর-পূর্ব ইউক্রেনে রাশিয়ার সীমান্তের ঠিক পাশে অবস্থিত। শহরটি ২০২২ সালের পর থেকে নিয়মিতভাবে মস্কোর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যুদ্ধের আগে প্রায় ২ লাখ ৫৫ হাজার মানুষ বসবাস করত সুমিতে। সূত্র: দ্য মস্কো টাইমস
বিডি প্রতিদিন/নাজিম