ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণের কালুগা অঞ্চলে একটি তেল সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থাটি বলছে, গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) গভীর রাতে এ আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অগ্নিকাণ্ডের এই ঘটনা দেখা গেছে। ভিডিওটিতে বলা হয়েছে, একটি তেল সংরক্ষণাগারে আগুন লেগেছে।
কালুগার গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা টেলিগ্রামে বলেছেন, ‘লুডিনোভো শহরের একটি শিল্প এলাকায় ড্রোন আঘাত হানার পর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সাতটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে একটি অনাবাসিক এলাকায় অবতরণ করে।’
আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
রাশিয়ার অনানুষ্ঠানিক সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, শহরের একটি তেল সংরক্ষণাগারে আগুন লাগার দিকে দ্রুতগতিতে দমকল বাহিনীর গাড়ি ছুটে যাচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর জানিয়েছেন, সীমান্তবর্তী অঞ্চলে বিমান প্রতিরক্ষা ইউনিট মোট নয়টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
রাশিয়ার মিত্রদেশ বেলারুশের সীমান্তবর্তী স্মোলেনস্ক অঞ্চলের গভর্নর বলেছেন, বিমান প্রতিরক্ষা পাঁচটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স