রাজধানীর সূত্রাপুর এলাকায় দুই বছর ধরে কাজ করছেন সব সমস্যার সমাধানকারী প্রেম ভাই। বিশেষ করে এলাকার তরুণ টগবগে যুবক, প্রেমিক-প্রেমিকাদের একমাত্র আশা-ভরসা এ প্রেম ভাই। এ প্রেম ভাই অনার্স শেষ করে এলাকাতেই থেকে গেছেন। দুই বছর আগে শিলা নামের এক মেয়ের সঙ্গে এক বছর প্রেম করেছেন। চাকরি বা ব্যবসা করেন না বলে শিলার প্রেম ভেঙে যায়। শিলার চলে যাওয়াটা প্রেমের কাছে মোটেও সহজ ব্যাপার ছিল না। মূলত, হারানোর এ ব্যথা কিংবা বিরহের দাগ বুকে নিয়ে নতুন মিশনে নামেন প্রেম ভাই। যে মিশনের কারণে রাতারাতি এলাকার সব তরুণ-তরুণী আর প্রেমিক-প্রেমিকার নয়নমণি হয়ে ওঠেন। কিন্তু ছ্যাঁকা খেয়ে কী এমন কাজ করছিলেন প্রেম ভাই, তা জানতে ‘প্রেম ভাই’ নাটকটি দেখতে বলেছেন নির্মাতা ইমরাউল রাফাত। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।