অভিনেত্রী রানি মুখার্জি ও কাজলের দুর্গাপূজায় মধ্যমণি হয়ে থাকতেন তাঁদের চাচা দেব মুখার্জি। শুক্রবার মারা গেছেন তিনি। দেবের বয়স হয়েছিল ৮৩ বছর। সম্প্রতি কাজল তাঁর চাচা দেব মুখার্জিকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি লিখেছেন, ‘আমার চেনা অন্যতম সেরা পুরুষ ছিলে তুমি। তোমার আত্মার শান্তি কামনা করি। তোমাকে আমরা ভালোবেসে যাব। তোমাকে মনে রাখব। প্রতিদিন তোমাকে আমাদের মনে পড়বে।’ কাজল আরও লিখেন- ‘প্রত্যেক দুর্গাপূজায় আমরা একসঙ্গে ছবি তুলতাম। সাজগোজ করে সেই সময় আমাদের সবাইকেই দেখতে সুন্দর লাগে। ওকে ছাড়া এই পৃথিবী কল্পনাই করতে পারছি না।’ তিনি বলেন, ‘কাউকে খুব ভালোবাসলে পুরস্কার হিসেবে আমরা শোক পাই। এ শোক কখনোই মুছে যাবে না। শুধু সময়ের সঙ্গে আমরা শোকের সঙ্গে সহাবস্থান করতে শিখে যাই।’