রঙ্গনা ছবিতে অভিনয়ের জন্য ওজন কমাতে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী শাবনূর। এক যুগের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি। ২০১৮ সালে মুক্তি পায় তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘পাগল মানুষ’। প্রায় অর্ধযুগ পর গত বছর আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’ নামের দুটি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন শাবনূর। ওই সময় এ ছবিগুলোর মহরত ও শুটিংয়ে যোগ দিতে ঢাকায় আসেন তিনি। কিছুদিন ‘রঙ্গনা’ ছবির শুটিং করার পর হঠাৎ করে আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান তিনি। তখন অনেকে তাঁর আবার ফেরা এবং ছবিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর এ প্রশ্নের তীব্র প্রতিবাদ করেছিলেন শাবনূর।
এখন প্রায় এক বছরের কাছাকাছি হলো তিনি আর ফিরলেন না। তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘সময় হলেই ফিরব এবং ছবির শুটিংয়ে অংশ নেব। এখন এখানে আমার নিজস্ব কিছু কাজ নিয়ে ব্যস্ত আছি, তাছাড়া পুত্র আইজানের স্কুলও খুলেছে। পাশাপাশি ছবিটির জন্য নিজের ফিটনেস ঠিক করারও একটি ব্যাপার আছে। এখন তাই নিয়মিত জিম করে ওজন কমাচ্ছি।’
উল্লেখ করা প্রয়োজন, ওই সময় ‘রঙ্গনা’ ছবির একটি ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর তাতে মেদবহুল শরীরের শাবনূরকে দেখে অনেকেই কটাক্ষ ও এ অভিনেত্রীর সমালোচনায় মুখর হয়ে ওঠে। এম এস ফিল্মসের ব্যানারে চলচ্ছিত্র দুটির মহরত অনুষ্ঠিত হয়েছিল রাজধানীর ঢাকা ক্লাবে। ‘রঙ্গনা’র প্রথম লটের শুটিংও হয়েছিল সে সময়। এক বছরের বেশি সময় পার হলেও আর চলচ্চিত্র দুটির আপডেট পাওয়া যাচ্ছিল না। প্রযোজক শাহীন খান গণমাধ্যমকে বলেন, কী হবে বলতে পারছি না। এখন তো শুটিং করাও কঠিন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। বেশ আগে একবার শাবনূর ম্যাডামের সঙ্গে যোগাযোগ হয়েছিল। তবে শুটিংয়ের বিষয়ে আলাপ হয়নি। ঈদের পরেও শুটিং হওয়ার সম্ভাবনা নেই। আরও অপেক্ষা করতে চাই। এদিকে নির্মাতা আরাফাত বলেন, গল্পে খানিকটা পরিবর্তন আনতে হয়েছে। গল্পের প্রয়োজনে শাবনূর আপুকে আরও ওজন কমাতে হবে। আপু সেটাই করছেন। এখনো আমরা কোনো শিডিউল ঠিক করিনি। দেশের পরিস্থিতি স্বাভাবিক মনে হলে তখন আপুর সঙ্গে যোগাযোগ করব। এ নির্মাতা আরও বলেন, সিনেমা হবে কি হবে না সেটা এখনই বলা যাবে না। অনেকে বলছেন- আর হবে না, এসব মনগড়া কথা। আমরা কিছুদিন সময় নিচ্ছি শুধু। এদিকে নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘মাতাল হাওয়া’ সিনেমাতে শাবনূরের অভিনয়ের কথাও উঠেছিল। তবে শেষ পর্যন্ত সিনেমাটির কোনো আপডেট পাওয়া যায়নি। সব মিলিয়ে শাবনূরের দেশে ফিরে আবার চলচ্চিত্রের কাজে যুক্ত হওয়ার ব্যাপারে এখনো ধোঁয়াশা কাটছে না বলে জানাচ্ছেন খোদ চলচ্চিত্রের মানুষ।