বলিউডের পারফেকশনিস্ট আমির খান চলতি বছরের ১৪ মার্চ ৬০ বছরে পা দেবেন। এ উপলক্ষে আয়োজন করা হবে একটি বিশেষ চলচ্চিত্র উৎসবের। পিভিআর আইএনওএক্স ৭ ফেব্রুয়ারি অভিনেতার ৬০তম জন্মদিন উদযাপন উপলক্ষে ‘আমির খান : সিনেমা কা জাদুগার’ নামে একটি চলচ্চিত্র উৎসবের ঘোষণা দিয়েছে। উৎসবের অংশ হিসেবে দেশের বিভিন্ন শহরে আমির খান অভিনীত সিনেমা প্রদর্শিত হবে। এ উৎসবে তাঁর আইকনিক সিনেমাগুলো প্রদর্শিত হবে। ভারতীয় সিনেমায় আমির খানের অবদানের প্রশংসা করে পিভিআর আইএনওএক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অজয় বিজলি বলেন, ‘ভারতীয় সিনেমায় আমির খান একজন সত্যিকারের অগ্রদূত। তাঁর কাজকে উদযাপন করতে পেরে আমরা আনন্দিত। তিনি কখনো সাহসী স্ক্রিপ্টে কাজ করতে পিছপা হননি। আজকের চলচ্চিত্র শিল্পের অবদানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’