সংগীতশিল্পী সাবরিনা পড়শী। কয়েক বছর থেকে নাটকে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। গায়িকা হিসেবে তিনি যেমন, নায়িকা বা অভিনেত্রী হিসেবেও তেমন! মানে পড়শী ভক্ত ভালোই মেনে নিয়েছেন তাঁর এ ট্রান্সফরমেশন। তাঁর সঙ্গে সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে বলা কথা তুলে ধরা হলো-
সম্প্রতি নানার বাড়িতে গেয়ে মুগ্ধ করলেন...
চাঁদপুর আমার নানুর বাড়ি। চাঁদপুরকে আমি অনেক ভালোবাসি। চাঁদপুরের মানুষকে অনেক ভালোবাসি। এখানের অনেক স্মৃতি আছে আমার জীবনে। সেই হিসেবে একটি শোতে পছন্দের কিছু গান করেছি। সেখানকার সবার স্বতঃস্ফূর্ততা আমাকে মুগ্ধ করেছে।
ঈদে একসঙ্গে কণ্ঠশিল্পী ও অভিনেত্রী পড়শী, রহস্যটি খুলে বলবেন?
আসলে ঈদ উপলক্ষে আভরাল সাহিরের সঙ্গে জুটি বেঁধে দুটি দ্বৈত গান রেকর্ড করেছি। এর মধ্যে মহিদুল মহিমের নাটক ‘হৃদয়ের এক কোণে’র টাইটেল গানে কণ্ঠ দিয়েছি আমরা। আর একই নির্মাতার ‘ফেরারি মন’ নাটকের ‘তুই যে আমার’ নামের আরেকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছি আমি ও আভরাল সাহির। দুটি নাটকের গানই পুরোপুরি ভিন্ন ধাঁচের। গল্পের কারণেই গান দুটিতে ভিন্নমাত্রা যোগ হয়েছে।
প্লেব্যাক ও অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
অভিজ্ঞতা সত্যি অন্যরকম। গল্প, চরিত্র, নির্মাণ এবং নাটকের গান সবকিছু মিলিয়ে ‘হৃদয়ের এক কোণে’ ও ‘ফেরারি মন’ নাটক দুটি দর্শকহৃদয় জয় করবে বলেই আশা করছি।
ফের সিনেমায় দেখা যাবে?
নাটক পর্যন্ত ঠিক আছে; নাটকের ক্ষেত্রে তিন-চার দিনের কাজের সেই সময়টুকু নেওয়ার ক্ষমতা আমার রয়েছে। আমি মনে করি যে, এ তিন-চার দিন পর্যন্ত ডিরেক্টর আমাকে সহ্য করতে পারবেন। এর বেশি সময় ডিরেক্টর আমাকে সহ্য করতে পারবে না। চলচ্চিত্রের কাজ আমার জন্য দুঃসাহসিকতা এখন। আগে আমি যেটি করেছি, পুরোটাই পছন্দের জায়গা থেকে। যেহেতু আমি পেশাদার না, সেই জায়গাতে এমন দুঃসাহস করতেও যাব না।
গানের ভিউ নিয়ে মন্তব্য কী?
গানে কত ভিউ হলো এটা আমার কাছে ম্যাটার করে না। ভিউটা আমার কাছে তেমন গুরুত্বপূর্ণও না। দেখা যায়, অনেক কষ্ট করে কাজ করার পরও সেই কাজের তেমন ভিউ হয় না। তখন কাজের প্রতি আগ্রহ হারিয়ে যায়। তাই আমি ভিউ নিয়ে পড়ে থাকি না। তবে হঁ্যাঁ, ভিউ বেশি হলে শিল্পীদের কাজের আগ্রহ আরও বেড়ে যায়, এটা অবশ্যই পজিটিভ।
আপনার ইউটিউব চ্যানেল কেমন চলছে?
ভালো। আমার ইউটিউব চ্যানেল ‘পড়শী’তেই অবমুক্ত হচ্ছে বেশকিছু গান। আসলে একটি গান রিলিজের জন্য প্রায় তিন মাস প্রমোশনের জন্য সময় দিতে হয়। তাই তিন মাস পর পর একটি করে গান ‘পড়শী’তে রিলিজ দিতে চাই।
‘পড়শী এন্ড বর্ণমালা’ নিয়ে সংসার কেমন যাচ্ছে?
ভালোই। অনেকগুলো শো করেছি নতুন বছরে। সব মিলিয়ে দারুণ ব্যস্ততায় কেটেছে। দেখা যাক, সামনে কী হয়।