ঈদুল ফিতর ঘনিয়ে আসছে। উৎসবের এ ঈদে অন্যসব আনন্দ অনুষঙ্গের মধ্যে অন্যতম হলো তারকাবহুল নতুন সিনেমা দেখা। তাই প্রতিবছরই শীর্ষ তারকাখচিত একাধিক সিনেমা বড় পর্দায় মুক্তি পায় আর দর্শকরা পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে সেই সিনেমা দেখতে সিনেমা হলে ভিড় জমায়। ঈদের সিনেমা দেখে তারা ঈদ আনন্দ বহুগুণে বাড়িয়ে তোলে। বলা হয়, ঈদ হচ্ছে বড় পর্দার সিনেমার মৌসুম। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। এখন পর্যন্ত আসন্ন ঈদে মুক্তির কথা শোনা যাচ্ছে যেসব সিনেমা তার মধ্যে অন্যতম হলো- শাকিব খান অভিনীত ‘বরবাদ’, আদর আজাদের ‘পিনিক’, সিয়ামের ‘জংলি’, আফরান নিশোর ‘দাগি’ এবং সজলের ‘জ্বীন-৩’।
এবারের ঈদের সিনেমার এ তালিকা দেখে বলা যায়, জনপ্রিয় নায়করাই আসছেন এবার ঈদের সিনেমা নিয়ে বড় পর্দার যুদ্ধে। ঈদে যদি এমন জনপ্রিয় নায়কদের সিনেমা মুক্তি পায় তাহলে দর্শকদের মধ্যে ঈদের খুশি বেড়ে যায় অনেক। তারা একাধিক সিনেমা দেখে উচ্ছ্বসিত হয়। অন্যদিকে ঈদের সিনেমার নায়করাও চেষ্টা করেন তাদের সেরা কাজ দর্শকদের উপহার দিতে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিবের বিপরীতে আছেন কলকাতার সিনেমার নায়িকা ইধিকা পাল। সম্প্রতি এ ছবির একটি টিজার প্রকাশিত হয়েছে। এতে শাকিব খানকে দেখা গেছে গ্যাংস্টার বাবার বখে যাওয়া সন্তানের চরিত্রে। যাদের বিরুদ্ধে রয়েছে ধর্ষণ, ড্রাগস গ্রহণ, হত্যাসহ নানা অপরাধের অভিযোগ। যে কিনা তাঁর ভালোবাসার মানুষ ইধিকাকে (নিতু) পেতে দুনিয়া বরবাদ করে দিতে চায়। মানে এ ঈদে বড় পর্দায় দুর্ধর্ষ এক শাকিব খানকে পেতে যাচ্ছে দর্শক। এ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানান, সিনেমাটির দুটি গানের চিত্রায়ণ বাকি আছে। রমজানেই তা শেষ করে ঈদে মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা দেবেন ‘বরবাদ’। আদর আজাদের ‘পিনিক’ সিনেমায় তাঁর বিপরীতে আছেন নায়িকা বুবলী। অ্যাকশন থ্রিলার গল্পের এ সিনেমার শুটিং শেষ হয়েছে বলে জানিয়ে এর নির্মাতা জাহিদ জুয়েল বলেন, এখন চলছে এর এডিটিং ও কালারের কাজ। শিগগিরই এটি ঈদে মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। সিয়ামের ‘জংলি’ সিনেমার কাজ গত বছরই শেষ হয়েছে। এ সিনেমার নায়িকা হলেন বুবলী ও দীঘি। এ সিনেমায় নায়ক সিয়ামের ভিন্ন লুক ইতোমধ্যে দর্শক নজর কেড়েছে। ভায়োলেন্স ও রোমান্সে ভরপুর এ সিনেমাটি। এর নির্মাতা এম রহিম জানান, ঈদে মুক্তির জন্য অচিরেই এটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। নায়ক আফরান নিশোর সিনেমা ‘দাগি’তে তাঁর বিপরীতে রয়েছেন দুই নায়িকা তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। রোমান্টিক-অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত এ সিনেমাটির সাফল্য নিয়ে শতভাগ আশাবাদী নায়ক নিশো। তিনি বলছেন, ২০২৩ সালে মুক্তি পাওয়া তাঁর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’কেও ছাড়িয়ে যাবে ‘দাগি’। এ সিনেমার নির্মাতা শিহাব শাহীন জানান, আজ রবিবার সিনেমাটি ঈদে মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। এরপর গান ও টিজার প্রকাশ করা হবে। ছোট ও বড় পর্দার অভিনেতা আবদুন নূর সজল ঈদে বড় পর্দায় হাজির হচ্ছেন ‘জীন-৩’ সিনেমাটি নিয়ে। ভৌতিক গল্পে নির্মিত এ সিনেমাটিতে তাঁর নায়িকা হলেন নুসরাত ফারিয়া। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমার নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, সিনেমাটির শুটিং প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই সব কাজ শেষ করে ঈদে মুক্তির জন্য সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।