ঈদ হবে আর বলিউড ভাইজান সালমান খানের সিনেমা মুক্তি পাবে না, এমনটা হলে যেন বলিউডপ্রেমীদের ঈদ পূর্ণতা পায় না। আসছে ঈদে সেই পূর্ণতা দিতে আসছেন এ সুপার স্টার। নিজেই সেই খবর জানিয়েছেন সালমান খান। গত ডিসেম্বরে প্রকাশ্যে এসেছিল সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’-এর এক ঝলক। এবার প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালার জন্মদিনে ১৮ ফেব্রুয়ারি আবারও অভিনেতার ভক্তদের মাঝে উন্মাদনা বাড়ল। এদিন সালমানের বিগ বাজেটের এ ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়। জানা যায়, আসন্ন ঈদুল ফিতরে অর্থাৎ ২৮ মার্চ মুক্তি পাবে এটি। সিকান্দারের পোস্টার শেয়ার করে নিজের এক্স হ্যান্ডেলে সাজিদ লেখেন- ‘সমস্ত ভক্তদের বলব, আপনাদের ধৈর্য আমাদের সম্পদ। সাজিদ নাদিয়াওয়ালার জন্মদিনে আপনাদের জন্য একটা ছোট্ট উপহার। সিকান্দারকে অনেক ভালোবাসা দিয়েছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি আপনাদের জন্য সারপ্রাইজ রয়েছে। আমাদের সঙ্গে থাকুন।’