‘তুফান’ ধামাকার পর ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা ‘তান্ডব’-এর প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন দর্শকপ্রিয় নির্মাতা রায়হান রাফি। নতুন এ সিনেমায় নায়ক হিসেবে শাকিব খান থাকলেও নায়িকা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সিনেমার অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল ও নির্মাতা রাফি অবশ্য এ নিয়ে এখনই কথা বলতে প্রস্তুত নন। নির্মাতা রাফি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ইতোমধ্যে সিনেমাটি নিয়ে কাজ শুরু করেছি। ‘তাণ্ডব’ নিয়েই ব্যস্ত। প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শাকিব ভাই তো আছেনই এ সিনেমার প্রাণ হিসেবে। নায়িকা এখনো চূড়ান্ত নয়। তবে বিব্রত কিছুটা। কারণ চারদিকে ছড়াচ্ছে যে নায়িকা হিসেবে নাজনীন নাহার নিহা বা অন্য কেউ রয়েছেন। এটা ভুল। সবকিছু চূড়ান্ত করে সামনেই তুফানের প্রেসমিটের মতোই আয়োজন করে জানাব। নায়িকা কে এখনই জানাতে চাই না। তবে চমক রয়েছে। অপেক্ষা করতে হবে।’
সামনেই টানা সিনেমাটির শুটিং করবেন বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘দর্শকেরা দীর্ঘদিন ধরেই চাইছিলেন শাকিব খানকে নিয়ে আবার কাজ শুরু করি। আমাদের জুটি পর্দায় আসুক। তাদের জন্য নতুন করে ফিরছি। সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সসাইটেড। দর্শকও নতুন করে দেখবে শাকিব খানকে।’ যদিও গল্প নিয়ে রাফি এখনই কিছু বলতে চান না। শুধু জানালেন, পর্দায় তাণ্ডব সৃষ্টি করবে শাকিব খান। রাফি বলেন, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ সিনেমাগুলো ঈদে মুক্তির পর দর্শক পছন্দ করেছে। এবারও কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দিতে চাই।’