চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। সিনেমাটিতে অভিনয় করছেন কলকাতার বেশ কয়েকজন তারকা শিল্পী। সে তালিকায় রয়েছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত ও নুসরাত জাহান। এবার তাঁদের সঙ্গে যুক্ত হলেন টালিউডের আরেক অভিনেত্রী। ‘বরবাদ’ সিনেমায় ইধিকার বোনের চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী রিয়া গাঙ্গুলীকে। সিনেমাটির পরিচালনায় রয়েছেন মেহেদী হাসান হৃদয়।
‘বরবাদ’-এ ঠিক কীভাবে নিজেকে উপস্থাপন করবেন?
এমন প্রশ্নের জবাবে রিয়া গাঙ্গুলী বলেন, আমাকে কীভাবে দেখা যাবে তা পর্দার জন্যই তোলা থাক। আমি এখন কিছুই বলতে পারব না।
তবে এটা বলতে পারি, যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রেই আপনারা দেখতে পাবেন আমাকে। ‘বরবাদ’র বেশির ভাগ শুটিং হবে ভারতে।
এই সিনেমার শুটিং সেটেই দেখা গেছে বলিউডের বিখ্যাত পরিচালক প্রযোজক মহেশ ভাটকে। এরপর থেকেই সিনেমাটি নিয়ে শোবিজ পাড়ায় আলোচনা ও আগ্রহ দ্বিগুণ বেড়ে যায় দর্শকদের।